ওয়েব ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যে ক্রমাগত পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। মুম্বাই, হরিয়ানা, উড়িষ্যার পর তামিলনাডুতেও ঘটেছে নির্যাতনের ঘটনা।
তামিলনাড়ুর থিরুভাল্লুরে কাজ করতে গিয়ে বাংলা বলায় মার খাওয়ার অভিযোগ চার পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদ থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন সুজন শেখ, মিলন শেখ, সাহিল ও বাবু শেখ। সেখানেই তাদের নির্যাতনের শিকার হতে হয়।
তাঁরা জানান, ১৫ জুলাই নির্মাণস্থলে কাজ করার সময় স্থানীয়রা তাঁদের নাম, পরিচয় জিজ্ঞাসা করে। বাংলা শুনেই লোহার রড ও লাঠি দিয়ে মারধর শুরু করার অভিযোগ ওঠে। বাংলাদেশি সন্দেহে তাদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের আটকে রেখে হেনস্থা করার অভিযোগ বারবার চলছে তৃণমূল। এই ঘটনায় হুশিয়ারি ও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও হেনস্তার ঘটনা থামছে না। কাউকে কাউকে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এই ঘটনায় সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুম্বাই উড়িষ্যা ও তামিলনাড়ু শহর একাধিক রাজ্যে বাংলা থেকে প্রচুর শ্রমিক যান কাজ করতে। সেখানে নিজেদের মধ্যে তারা মাতৃভাষাতেই কথা বলেন। এখানেই বাঁধে বিপত্তি। বাংলায় কথা বলার কারনে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের হেনস্তা হতে হচ্ছে বলে অভিযোগ।