Languages

রাজস্থানে স্কুলবাড়ি ভেঙে ৭ পড়ুয়ার মৃত্যু, আটকে বহু

ওয়েব ডেস্ক: শুক্রবার সকালে রাজস্থানের ঝালাওয়ারে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়েছে। স্কুলবাড়ি ভেঙে ৭ পড়ুয়ার মৃত্যু হয়েছে। ধ্বংস্তুপের নীচে চাপা পড়ে আছেন বহু পড়ুয়া ও শিক্ষক ও শিক্ষাকর্মী। পুলিশ সুপার জানান, উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ১৭ জন পড়ুয়াকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় মানুষ উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, ‘ঝালাওয়ারের পিপলোদিতে স্কুলের ছাদ ভেঙে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট আধিকারিকদের, আহত শিশুদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।’

ঝালাওয়ারে ক্লাস চলাকালীনই ভেঙে পড়ল স্কুলের ছাদ। ধ্বংসস্তূপের নিচে বহু শিশুশিক্ষক-শিক্ষিকা মিলে প্রায় তিরিশ জন ভেঙে পড়া স্কুলের ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে। স্কুলের ছাদ ভেঙে পড়ার প্রবল শব্দ শুনে এলাকাবাসী চমকে ওঠে। বিষয়টি বুঝতে পেরেই তাঁরা দ্রুত সাহায্যের জন্য ছুটে আসেন। ঘটনাস্থলে ভিড় জমে যায়।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। ঝালওয়াড় জেলার মনোহর থানা এলাকার ইলোক গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাটি শহর থেকে অনেকটা দূরে। ফলে উদ্ধারকারী দল পৌঁছাতে দেরি হয়েছে।