Languages

শিক্ষক নিয়োগের পরীক্ষা সেপ্টেম্বরেই, তারিখ-রেজাল্ট-কাউন্সেলিংয়ের দিন প্রকাশ্যে

ওয়েব ডেস্ক:  উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে ফের একধাপ এগোল স্কুল সার্ভিস কমিশন। সম্প্রতি প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকের জন্য অষ্টম পর্যায়ের কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি। এবারে ৪৮ জন প্রার্থীকে ডাকা হয়েছে এই দফায়, যার ফলে এখন পর্যন্ত মোট ডাকা প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২,৭২৩।

উল্লেখযোগ্য যে, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে উচ্চ প্রাথমিক নিয়োগ কার্যত স্থগিত ছিল। একাধিক মামলার জট এবং প্রশাসনিক জটিলতার কারণে এই প্রক্রিয়া থমকে ছিল বহুদিন। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে অবশেষে আবার চালু হয়েছে নিয়োগ।

এর আগে মোট সাতটি পর্যায়ে কাউন্সেলিং হয়েছে। প্রথম দফায় ৮৭৪৯ জন, দ্বিতীয় দফায় ২৫৯৫ জন, তৃতীয় দফায় ৭২৮ জন, চতুর্থ দফায় ২৬১ জন, পঞ্চম দফায় ১৫৩ জন, ষষ্ঠ দফায় ৭২৭ জন এবং সপ্তম দফায় ১২১ জন ডাক পান। সপ্তম পর্যায় পর্যন্ত মোট ১২,৬৭৫ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। এবার অষ্টম দফায় আরও ৪৮ জনকে ডাকা হওয়ায় সেই সংখ্যা দাঁড়াল ১২,৭২৩-এ।

এসএসসি-র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় এখনও ১২৪১ জন প্রার্থী রয়েছেন, যাঁদের কাউন্সেলিং বা নিয়োগ হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী, মোট ১৪,০৫২ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এই পুরো নিয়োগ প্রক্রিয়া বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন আদালত অবমাননা মামলার আওতায় রয়েছে। তবে নতুন কাউন্সেলিংয়ের ঘোষণা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে আশার আলো দেখিয়েছে।