Languages

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, আজও দিনভর চলবে দুর্যোগ

ওয়েব ডেস্ক: রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। এক নাগারে বৃষ্টিতে শহরের জলযন্ত্রণার ছবি স্পষ্ট। জল জমেছে মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে। পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, সেন্ট্রাল, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বিবেকানন্দ রোডের মতো এলাকা জল থইথই। অন্যদিকে, কাঁকুড়গাছি, উল্টোডাঙা এবং সল্টলেকেরও বহু অংশে জল রাতভর বৃষ্টিতে জল জমেছে। বেহালা, শিলপাড়া, সখেরবাজার এলাকাতেও জল জমেছে। কর্মব্যস্ত দিনে অফিস যাত্রীদের প্রবল ভোগান্তির সম্ভাবনা। শহরের রাস্তাগুলিতে জল জমে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। ঘূর্ণাবর্তের প্রভাবে দিনভর নাগাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার।

আবহাওয়া দফতরের সূত্রে খবর, চিন ও ভিয়েতনামে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ‘উইফা’-র একটি অংশ বঙ্গোপসাগরের উপর প্রভাব ফেলেছে। তার জেরে বৃহস্পতিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়, যা ক্রমশ ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গজুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী সোমবার পর্যন্ত চলতে পারে।

শুক্রবার সকাল থেকে শহরের আকাশ মেঘলা। শুরু হয়েছে দু-এক পশলা বৃষ্টি। দিনভর পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব- পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকাতেও জারি হয়েছে সতর্কতা। সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ফের ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।