Languages

মুক্ত বাণিজ্য চুক্তি: সস্তা হচ্ছে হুইস্কি, কোন কোন জিনিসের দাম কমতে চলেছে?

ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। ভারত-ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষর হল মুক্তি বাণিজ্য চুক্তি। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের উপস্থিতিতে দুই দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল ও জোনাথন রেনল্ড এই চুক্তি সই করেন। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তিতে একদিকে যেমন একাধিক পণ্য সস্তা হয়ে যাবে, তেমনই আবার একাধিক ক্ষেত্রে ভারতীয়দের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। ইতিমধ্যেই ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে নতুন ব্যবসা শুরু করার ঘোষণা করেছে।

নতুন চুক্তি অনুযাযী, ভারতের ৯৯ শতাংশ রপ্তানি পণ্যের উপর কোনও ধরণের শুল্ক থাকবে না। সেই পণ্যগুলির মধ্যে রয়েছে টেক্সটাইল, সাধারণ ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, চামড়ার সামগ্রী, কৃষি এবং রাসায়নিক পণ্য। অন্যদিকে ভারতে সহজে প্রবেশ করতে পারবে ব্রিটিশ স্কচ হুইস্কি, গাড়ি এবং অন্যান্য উচ্চমূল্যের পণ্য। চুক্তি অনুযায়ী, ভারত ব্রিটিশ পণ্যের ক্ষেত্রে শুল্ক ৯০ শতাংশ কমাবে। বিদেশি স্কচ হুইস্কির ওপর শুল্ক এক ধাক্কায় ১৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে নামবে। বৈদ্যুতিক যানবাহনের ওপর ১১০ শতাংশ থেকে শুল্ক কমে ১০ শতাংশ হবে।

ভারতের কৃষিপণ্য ইউরোপের বড় রপ্তানিকারকদের মতো সুবিধা পাবে। টেক্সটাইল ও চামড়া শিল্পের ওপর শুল্ক তোলার ফলে বাংলাদেশ ও কম্বোডিয়ার মতো দেশ গুলির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে ভারত। এর ফলে আগামী দু বছরের মধ্যে ভারতের চামড়া শিল্প ব্রিটেনের ৫ শতাংশ বাজার দখল করে নিতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০২২ সালে ব্রিটেনের ক্ষমতায় আসেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ফের নতুন করে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ২০২৩ সালে দিল্লি অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিতে এনিয়ে তিনি মোদির সঙ্গে বৈঠকও করেন। যা ফলপ্রসূও হয়েছিল। তারপর এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল দুদেশের মধ্যে। কিন্তু এর মাঝেই ব্রিটেনে ক্ষমতায় আসে স্টার্মারের লেবার পার্টি। এবার স্টার্মারের জমানাতেই জট কাটল বহু প্রতীক্ষিত এই চুক্তির।