ওয়েব ডেস্ক: মানুষ কতটা অমানবিক হতে পারে? উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে এমনই লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। রাতের অন্ধকারে সুযোগ বুঝে ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধা মহিলাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় তার পরিবারের সদস্যরা।
স্থানীয়রা বৃদ্ধাকে মা রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি সত্যতা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে, অভিযুক্ত পরিবারটি অজ্ঞান অবস্থায় এক মহিলাকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। রাতে রাস্তায় ফেলে যাওয়ার সময় তাদের কম্বলও গায়ে জড়িয়ে দিতে দেখা গেছে। খবর পাওয়া গিয়েছে মহিলাটি ক্যান্সারে ভুগছিলেন। তাঁকে উদ্ধার করার পরে দর্শন নগর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তাঁর।
পুলিশ যখন তাঁকে উদ্ধার করে তখন তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। হাঁটতে, কথা বলতে বা সাড়া দিতে অক্ষম ছিলেন। তার ঘাড়ে একটি গভীর ক্ষত ছিল, সেটি ক্যান্সারের কারণে বলে সন্দেহ করা হচ্ছে। চিকিৎসা করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় ক্যান্সার আক্রান্ত ওই মহিলার।
रामनगरी अयोध्या में मानवता शर्मसार–
2 महिला और 1 पुरुष, एक बुजुर्ग महिला को ईरिक्शा में लाए। रात के अंधेरे में सुनसान रास्ते पर उतारा और लेटाकर भाग गए। सुबह लोगों की नजर पड़ी। पुलिस ने वृद्धा को हॉस्पिटल में भर्ती कराया। हालत इतनी खराब है कि वो न चलने, न बोलने की स्थिति में है। pic.twitter.com/MGNURxpQx2
— Sachin Gupta (@SachinGuptaUP) July 24, 2025