ওয়েব ডেস্ক: ‘ধূমকেতু’ নিয়ে ফিরছেন বহু চর্চিত জুটি দেব-শুভশ্রী। মুক্তি পাচ্ছে জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার। মুক্তি পেল ‘ধূমকেতু’র দ্বিতীয় গান ‘মা’। শহরের এক অভিজাত ব্যাঙ্কোয়েটে আনুষ্ঠানিকভাবে গানটির উদ্বোধন হয়। গান মুক্তি ও প্রচারের মাঝে দেব-শুভশ্রীর মুখে শোনা গেল একে অপরের প্রশংসা।
গান মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজনা করেছেন রাণা সরকার আর পরিচালনায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, যাঁর ছবি মানেই অন্য রকম ও আবেগে ভরা গল্প। ৯ বছর পর পর্দায় ফিরছে দর্শকদের প্রিয় দেব-শুভশ্রীর জুটি। ছবিতে দেবকে দেখা যাবে একেবারে ডাউন-টু-আর্থ অথচ আশ্চর্যরকমভাবে এক নতুন লুকে। শুভশ্রীও রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। ‘ধূমকেতু’র দ্বিতীয় গান ‘মা’। সঙ্গীতের দায়িত্বে অনুপম রায়, আর তাঁর সুরেই তৈরি হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া গান ‘মা’। এবার ‘ধূমকেতু’র মিউজিক লঞ্চে দেবের মন্তব্য, “আমি গর্বিত যে, ওই সময়ে শুভশ্রীর জন্যই ‘ধূমকেতু’ করতে রাজি হয়েছিলাম। এই ছবিটায় ও যেরকম অভিনয় করেছে, দারুণ।
শুভশ্রীর প্রশংসা করে দেব বলেন, “আমি শুধু এইটুকু জানি ও যেভাবে নিজের পরিবারকে সামলে নিজের কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার যোগ্য। একজন মেয়ের জন্য এটা সহজ নয়। ওঁর জন্য অনেক শুভেচ্ছা রইল। আরও উন্নতি করুক। শুধু তাই নয়, নিজেকে যেভাবে ও একটা জায়গায় ধরে রেখেছে, তার জন্য যথেষ্ট পরিশ্রম এবং ডেডিকেশন লাগে। আমরা একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল। সোশাল মিডিয়ায় দেখি, ওঁর কাজগুলো নিয়ে চর্চা হয়। দারুণ কাজ করছে শুভশ্রী। দেবের প্রশংসা শোনা গেল শুভশ্রীর গলায়। ছবির জন্য দেবকে ধন্যবাদ জানালেন শুভশ্রীও।