Languages

ভিসা ছাড়াই পাকিস্তানে ভ্রমণ! বাংলাদেশিদের জন্য বিরাট সুবিধা

দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করল বাংলাদেশ এবং পাকিস্তান। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এবার কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে মিলিত হন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নকভি। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল ভিসাবিহীন প্রবেশাধিকারের বিষয়টি। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে পরে জানানো হয়, দুই দেশ এই সিদ্ধান্তে সম্মত হয়েছে যে, সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা কোনও ভিসা ছাড়াই একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। যদিও এই নিয়ম কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি।

এই ঐতিহাসিক বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং মানবপাচার রোধে একযোগে কাজ করবে দুই দেশ। গঠিত হবে একটি যৌথ কমিটি, যার নেতৃত্বে থাকবেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব খুররম আঘা। এছাড়া পুলিশি প্রশিক্ষণেও সহযোগিতার বিষয়টি উঠে আসে আলোচনায়। বাংলাদেশের একটি প্রতিনিধিদল শীঘ্রই পাকিস্তানের ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি পরিদর্শনে যাবে বলে ঠিক হয়েছে।

দুই দেশের মধ্যে এই সদ্য ঘোষিত সিদ্ধান্তগুলি নতুন এক অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল।