Languages

গুকেশের পর দিব্যা! দাবায় ইতিহাস লিখলেন ভারতীয় তরুণী

বিশ্ব দাবার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ১৯ বছরের ভারতীয় প্রতিভা দিব্যা দেশমুখ। মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে পৌঁছে তিনি গড়লেন নজিরবিহীন সাফল্য। চীনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্বের চার নম্বর দাবাড়ু তান ঝংজিকে সেমিফাইনালে হারিয়ে ইতিহাস গড়লেন দিব্যা।

দুই পর্বের সেমিফাইনালে দুরন্ত খেলেন দিব্যা। মঙ্গলবার প্রথম লেগে কালো ঘুঁটি নিয়ে ড্র করেন তিনি। আর বুধবার দ্বিতীয় লেগে সাদা ঘুঁটি নিয়ে আলাপিন সিসিলিয়ান ডিফেন্স কৌশল প্রয়োগ করে ম্যাচ জিতে নেন। চূড়ান্ত পয়েন্টে তিনি এগিয়ে থাকেন ১.৫-০.৫ ব্যবধানে। দুরন্ত এই জয়কেই তাঁর কেরিয়ারের সেরা জয় হিসেবে ধরা হচ্ছে।

এই প্রতিযোগিতার শুরু থেকেই অনবদ্য ছন্দে ছিলেন দিব্যা। চতুর্থ রাউন্ডে তিনি হারান দ্বিতীয় বাছাই চীনের ঝু জিনারকে। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে পরাজিত করেন দেশেরই অন্যতম অভিজ্ঞ দাবাড়ু দ্রোণাভল্লি হরিকাকে।

ভারতের দাবা ইতিহাসে দিব্যার এই সাফল্য নিঃসন্দেহে যুগান্তকারী। কিশোরী বয়সেই বিশ্ব দরবারে নিজের মেধা ও সাহসিকতায় যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন তিনি, তা ভবিষ্যতের এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ভারতের মহিলা দাবার জগতে।