ওয়েব ডেস্ক: দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালি উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে টুইট করে এ কথা জানাল তৃণমূল কংগ্রেস। আদালতের এই নির্দেশের পর বিজেপির ‘বাঙালি বিদ্বেষী’ আগ্রাসনের যোগ্য জবাব হিসাবে দেখছে তৃণমূল। ভিনরাজ্যে বাংলাভাষী ভারতীয়দের হেনস্থার বিরুদ্ধে তাদের লড়াই চলবে বলে জানিয়েছে তৃণমূল।
দিল্লির অভিজাত বসন্তকুঞ্জ এলাকার পাশেই রয়েছে জয়হিন্দ কলোনি। সেখানে বসবাসকারীদের মধ্যে বেশিরভাগের বাড়ি বাংলার কোচবিহারে। জয়হিন্দ কলোনির বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে কয়েকদিন আগে সরব হয় তৃণমূল। ওই কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। অস্তিত্বের সংকটে ভুগছেন এখানকার বাংলাভাষীরা।
ক্রমাগত উচ্ছেদের হুমকি, জল-বিদ্যুৎ বন্ধ। বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁদের হয়ে সরব হয়েছেন। তৃণমূলের প্রতিনিধিদলও ওই এলাকায় গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছে। সংসদেও বিষয়টি তুলেছে তৃণমূল কংগ্রেস।
বসন্তকুঞ্জের ওই এলাকার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু ওই এলাকার বাসিন্দারা পালটা আদালতের দ্বারস্থ হন। আদালত জানিয়ে দিল, ওই এলাকায় আপাতত উচ্ছেদ অভিযান চালানো যাবে না। সোশাল মিডিয়া হ্যান্ডেলে সে খবর পোস্ট করে বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস।