Languages

লাইনচ্যুত কলকাতা থেকে সম্বলপুরগামী এক্সপ্রেস ট্রেন

ওয়েব ডেস্ক: আবারও ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। বৃহস্পতিবার সকালে সম্বলপুরগামী মহিমা গোসাইন এক্সপ্রেস বা সম্বলপুর-শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সকাল ৯.১৫ নাগাদ সম্বলপুর স্টেশনে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সূত্রের খবর, জেনারেল কামরাটি লাইনচ্যুত হতেই সঙ্গে সঙ্গে চালক ট্রেনটিকে থামিয়ে দেন।রেল আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। জেনারেল কামরাটি লাইনচ্যুত হয়ে যেতেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও রেলের শীর্ষ আধিকারিকরা। তারা ঘটনাস্থল খতিয়ে দেখছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আপাতত বিঘ্নিত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা। রেলওয়ে কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আপাতত বিঘ্নিত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা।