Languages

আমেদাবাদ বিমান দুর্ঘটনায় দেহ বিতর্ক

ওয়েব ডেস্ক: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের দেহাবশেষ নিয়ে ছড়িয়েছে জল্পনা। জানা গিয়েছে, দুই পরিবারের কাছে অন্য যাত্রীর দেহাবশেষ পাঠানো হয়েছে! আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ব্রিটেনের নিহত দুই নাগরিকের পরিবারের এই দাবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল।

এ ব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিয়ম মেনে দেহ চিহ্নিতকরণের কাজ করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পেশাদারিত্ব এবং শ্রদ্ধার সঙ্গেই নিহতদের দেহ কফিনবন্দি করে পাঠানো হয়েছিল।’

গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭০ জনের বেশি মানুষের। ভাগ্যের ফিরে পেতে গিয়েছিলেন একজন। মৃতদের দেহ সনাক্তকরণের জন্য দীর্ঘ কয়েক দিন ধরে হাসপাতালে অপেক্ষা করেছেন পরিবারের সদস্যরা। ডি এন এ কালেকশনের মাধ্যমে দেহ সনাক্তকরণের কাজ চলেছে। সমস্ত দেহ পরিবারের হাতে দিয়ে দেওয়ার পরে জানা যাচ্ছে, দুটি পরিবারের কাছে অন্য দেহ গিয়েছিল।