ওয়েব ডেস্ক: অভিনেতা দেবের লুক দেখলেই মন মেজাজ সব ভালো হয়ে যায় অনুরাগীদের। স্কটল্যান্ড থেকে সোজা সোমবার একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যায় অভিনেতাকে। আর মঙ্গলবারই ফের ইনস্টাগ্রামের পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেতা। দেবের লুক দেখে মহিলা অনুরাগীরা মন হারাতে বাধ্য। অভিনেতার থেকে চোখ ফেরানো দায়।
লন্ডনে প্রজাপতি ২ এর শ্যুটিংয়ের মাঝে বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে দেবকে। বাবা-মা এবং বোনের সঙ্গে ছবি পোস্ট হোক অথবা সহকর্মী বা পরিচালকের সঙ্গে ছবি, দেবের লন্ডন ডায়েরি দেখে বোঝাই গিয়েছিল যে রমরমিয়ে চলছে ছবির কাজ। শ্যুটিংয়ের কাজ শেষ করে পরিবারকে নিয়ে লন্ডন ছেড়ে স্কটল্যান্ড উড়ে গিয়েছিলেন দেব। এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে দেবের নয়া লুক রঘু ডাকাতের পোস্টারে। মঙ্গলবার ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেন অভিনেতা। দেখা গিয়েছে, সেই কালো টি শার্ট সঙ্গে কালো জুতো, চোখে সানগ্লাস। হাতে সাদা ঘড়ি। অভিনেতার মাসেল বডি, কিলার চোখের চাউনি দেখে ঘায়েল দেব অনুরাগীরা। স্কটল্যান্ড থেকে সরাসরি কলকাতায় পা রেখেই ২১ জুলাইয়ের সমাবেশে হাজির হয়েছিলেন দেব। সোমবার অভিনেতাকে দেখা যায় কুল অ্যান্ড ক্যাজুয়াল লুকেই। কালো শার্ট, ব্লু ডেনিম এবং পায়ে সাদা স্নিকার্সে। সঙ্গে চোখে গাঢ় রঙের রোদচশমা। খানিক অগোছালো চুল ঠিক করতে করতেই সমাবেশে জড়ো হওয়া দলীয় কর্মীদের দিকে হাত নেড়ে দ্রুত মঞ্চের দিকে হেঁটে যান দেব। অর্থ্যাৎ বলাই যায়, একদিকে যেমন রাজনীতি সামলাচ্ছেন দেব অন্যদিকে বিভিন্ন সময় বিভিন্ন মুডের ছবিও দর্শকদের সামনে তুলে ধরছেন তিনি।