Languages

নীতিবিরোধী কাজের জের! আচমকা ডিলিট ১১,০০০ ইউটিউব চ্যানেল

বিশ্ব জুড়ে বিভ্রান্তিমূলক প্রচারে যুক্ত থাকার অভিযোগে ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল গুগল। সংস্থার অফিসিয়াল ব্লগ এবং সিএনবিসির রিপোর্ট অনুযায়ী, এই চ্যানেলগুলি মূলত চিন, রাশিয়া, ইরান, ইজরায়েল, আজারবাইজান, তুরস্ক, রোমানিয়া ও ঘানার মদতে পরিচালিত হচ্ছিল।

সবচেয়ে বেশি চ্যানেল বন্ধ হয়েছে চিন থেকে—৭,৭০০টি। এই চ্যানেলগুলির কনটেন্টে মূলত চিনা এবং ইংরেজি ভাষায় রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের প্রশংসা এবং মার্কিন বিদেশ নীতির সমালোচনা করা হত।

রাশিয়ার মদতপুষ্ট ২,২০০ চ্যানেল ইউক্রেন যুদ্ধ, ন্যাটো ও পশ্চিমি বিশ্বের বিরুদ্ধে প্রচার চালিয়ে মস্কোর পক্ষে সাফাই দিচ্ছিল। এদের মধ্যে অনেক চ্যানেল রাশিয়ার সরকারি ও আধা-সরকারি সংস্থাগুলোর হয়ে প্রচারও চালাত।

বাকি চ্যানেলগুলির বিরুদ্ধে ইরান, ইজরায়েল-গাজা সংঘাত, তুরস্ক ও অন্যান্য দেশগুলির রাজনৈতিক ও ধর্মীয় ইস্যুতে ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টারও প্রমাণ মিলেছে।

গুগলের ‘থ্রেট অ্যানালিসিস গ্রুপ’ (TAG) বিশ্বব্যাপী ইউটিউব চ্যানেলের উপর নজরদারি চালিয়ে থাকে। তাদের প্রতিবেদন অনুসারে, এই চ্যানেলগুলির একাংশ কেবল ইউটিউবেই নয়, গুগল নিউজেও বিভ্রান্তিমূলক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। ফলত, একাধিক সন্দেহভাজন ডোমেনকেও গুগল নিউজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।