Languages

Mamata Banerjee | ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, নতুন কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: একুশে জুলাইয়ের পরের দিনই নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন নতুন কর্মসূচির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা চেষ্টা করছি মানুষের মুখের হাসি যাতে কেউ কেড়ে নিতে না পারেন।’’ নতুন কর্মসূচির কথা বলতে গিয়ে ‘দুয়ারে সরকারের’ প্রসঙ্গও টানেন মমতা। তিনি বলেন, ‘‘আমরা অনেক সময়ে দেখি ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, বা অল্প রাস্তার প্রয়োজন— এই সব ছোট ছোট কাজের জন্যই নতুন কর্মসূচি চালু করছে সরকার।’’

প্রকল্প বিস্তারিত ভাবে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মানুষের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য এ বার থেকে সরকার পথে নামবে। মুখ্যমন্ত্রীর মুখে প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’-এর কথাও শোনা যায়। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বার বার ‘আত্মনির্ভরতা’র কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি।’’ তার পরেই নতুন কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য দেন মমতা। তাঁর কথায়, ‘‘এই রকম উদ্যোগ এই প্রথম। গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন আমাদের আধিকারিকেরা। তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। প্রত্যেকটা বুথে একটা জায়গা থাকবে, যেখানে সাধারণ মানুষ নিজেদের ছোট ছোট সমস্যার কথা জানাবেন। সেই ক্ষেত্রে সরকারি অফিসারের আলোচনা করে ঠিক করবেন, কতটা কী করতে পারি। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন।’’ মমতা জানান, তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে।

মুখ্যমন্ত্রীর সংযোজন, ছোট ছোট কাজের জন্য সরকার কিছু টাকা দেবে। ১০ লক্ষ করে টাকা দেবে সরকার। মঙ্গলবার থেকেই পরিকল্পনার কাজ শুরু হবে।