চোট-আঘাতে জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। একের পর এক পেসার ছিটকে যাওয়ায় এবার চতুর্থ টেস্টে সুযোগ পাচ্ছেন তরুণ বোলার অংশুল কম্বোজ। ভাগ্য যেন আচমকাই ফিরে এল এই ২৪ বছর বয়সি প্রতিভাবান ক্রিকেটারের দিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে হতে চলা টেস্টেই টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটতে পারে তাঁর।
সম্প্রতি ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের হয়ে ভালো পারফর্ম করেছিলেন অংশুল। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি ম্যাচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও একটি অর্ধশতরান করেন তিনি। এর আগে রনজি ট্রফিতেও নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন। কেরলের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রনজি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক অনন্য রেকর্ড গড়েন তিনি। আইপিএল-এ তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
অন্যদিকে, ভারতের মূল দলে একের পর এক পেসারের চোটে পরিস্থিতি সঙ্কটজনক। অর্শদীপ সিং নেই চতুর্থ টেস্টে, নীতীশ কুমার রেড্ডি পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। আকাশ দীপও চোট সমস্যায় ভুগছেন। ফলে পেস বিভাগের ভরসা বলতে জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দূল ঠাকুর দু’জনেই আগের ম্যাচগুলিতে বিশেষ প্রভাব ফেলতে পারেননি। এই পরিস্থিতিতে বুমরাহ-সিরাজের পাশাপাশি তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে অংশুলকে।