ওয়েব ডেস্ক: নানারকম পোশাকে চমক দিয়েছেন জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে ফ্যাশন সেন্স.. সব সময়েই খবরের শিরোনামে থাকেন তিনি। কখনও তিনি ট্রোলিংয়ের শিকার হন, আবার কখনও তিনি প্রশংসা পান। তবে ট্রোলিংকে তিনি কোনোকালেই পাত্তা দেন না। উরফি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। উরফি জানিয়েছেন, খুব অল্প বয়সে তিনি একবার লিপ ফিলিং করিয়েছিলেন, যার ফল হয়েছিল মারাত্মক।
উরফির এক ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছে নেটিজেনদের। তাঁর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। উরফি জানিয়েছেন, খুব অল্প বয়সে তিনি একবার লিপ ফিলিং করিয়েছিলেন, যার ফল হয়েছিল মারাত্মক।
উরফি জাভেদ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি লিপ ফিলিং করিয়েছিলেন এবং পরবর্তীকালে তা অস্ত্রোপচারের মাধ্যমে আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে এনেছেন। ভিডিও পোস্ট করার সময় তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার লিপ ফিলিং করিয়েছিলাম, কিন্তু পরে আবার সেটাকে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসি। কারণ যার ফল হয়েছিল মারাত্মক। আমি ফিলিং করাব, তবে স্বাভাবিক উপায়ে। আমি ফিলিং-কে একেবারে না বলছি না’।