ওয়েব ডেস্ক: মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবিটি বক্স অফিসে তুমুল হইচই ফেলেছে। এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। যশরাজের ব্যানারে নির্মিত ‘সাইয়ারা’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে আহান পান্ডে ও অনীত পাড্ডাকে। আহান পান্ডেকে দেখতে মরিয়া ছিলেন দর্শকরা। এমন পরিস্থিতিতে ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। এই ছবিটির চতুর্থ দিনের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে, যা শুনলে আপনিও অবাক হবেন। তাহলে দেখা যাক সোমবার ছবিটি কত কোটি টাকা আয় করেছে।
বড় মাপের তারকাদেরও পেছনে ফেলে দিল মোহিত সুরির(Mohit Suri) ‘সাইয়ারা'(Saiyaara)। সম্পূর্ণ নতুন তারকাদের নিয়ে তৈরি এই ছবি মাত্র ৩ দিনে ৮৩ কোটি টাকা আয় করে ফেলেছে বক্সঅফিসে(Boxoffice)। শুধু রবিবারের হিসাব ধরলে ‘সাইয়ারা’ এখনো পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে। রবিবার বক্স অফিসে এই ছবি ৩৭ কোটি টাকা আয় করেছে। ছবিতে নতুন মুখ আহান পান্ডে এবং অনিক পাড্ডা। আহান অভিনেত্রী অনন্যা পান্ডের খুরতুতো বোন। এমন পরিস্থিতিতে এর সোমবারের প্রাথমিক কালেকশন এবার বের হয়েছে। সচনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, এই খবর লেখার সময় পর্যন্ত ‘সাইয়ারা’ ১৬.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এটা এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়। আয়ের গতি দেখলেই বোঝা যাচ্ছে, কাল ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যেতে পারে ‘সাইয়ারা’। মোট সংগ্রহের কথা বললে, ‘সাইয়ারা’ এখনও পর্যন্ত ৯৯.৬০ কোটি টাকা আয় করেছে।
জানা যাচ্ছে গত কুড়ি বছরে আনকোরা কোন জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য আনতে পারেনি। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে এটা নজিরবিহীন ঘটনা। নতুন মুখ আহান পান্ডে এবং অনিক পাড্ডা অভিনীত এই ছবি বক্সঅফিসে অগ্রিম টিকিট বিক্রির সব প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। প্রসঙ্গত, আহান পান্ডে অভিনেত্রী অনন্যা পান্ডের খুরতুতো বোন।