ওয়েব ডেস্ক: ঢাকার উত্তরায় স্কুলের উপর ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। এখনও বেসরকারি ভাবে তিন জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন ২৮ জনের বেশি। পরবর্তীতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। সোমবার দুপুর দেড়টা নাগাদ এই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে এয়ার ফোর্সের এই এয়ারক্রাফ্টটি ভেঙে পড়ে।
দমকলের অফিসার লিমা খানম জানান, মাইলস্টোন কলেজে একটি ফাইটার বিমান ভেঙে পড়ে। ঘটনায় দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন আহতকে সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় ভেঙে পড়েছে। বাংলাদেশের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর জানিয়েছে, বায়ুসেনার ‘এফ-৭ বিজেআই’ বিমানের প্রশিক্ষণ চলছিল। টেকঅফের পরেই এই দুর্ঘটনা ঘটে। আগুন ধরে যায় বিমানে।
স্কুলের এক আধিকারিক জানান, ‘প্লেনটি সরাসরি স্কুলের মেন গেটের কাছে ভেঙে পড়ে। ক্লাস চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি বলেন, ‘রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বায়ুসেনার এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত