কলকাতা: দক্ষিণবঙ্গের কয়েক জেলার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে সাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তার জেরে বর্ষার বৃষ্টি চলবে রাজ্যের সব জেলায়। কয়েক জেলায় সতর্কতাও জারি করা হয়েছে। এই আবহে আগামী সপ্তাহে বঙ্গোপসগারের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল।
আরও পড়ুন: ২১ জুলাই কোথায় কখন ট্র্যাফিকে বিধিনিষেধ? জানুন বিস্তারিত
সোমবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি কার হয়েছে। বাকি জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী শুক্রবার হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।