Languages

১ দিনেই ভরা পুকুর শুকিয়ে কাঠ! কীভাবে সম্ভব? আতঙ্কিত মানুষ

ওয়েব ডেস্ক:  মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তর-পশ্চিম রাজস্থানের উপর দিয়ে। যার প্রভাবে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপের কারণেই দিয়া আর ঝাড়খন্ড কর্ণাটক কেরল মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ ও রাজস্থানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্রিশগড়ে ও চলছে বৃষ্টি।

এই বৃষ্টির মধ্যেই আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে ছত্রিশগড়ের বিলাসপুর এলাকার কোটা ব্লকের বারওয়ার গ্রামে। বিগত কয়েক দিনের বৃষ্টিতে কানায় কানায় ভরে উঠেছিল এলাকারই একটি পুকুর। এক রাতের মধ্যে আচমকাই পুকুরের জল উধাও হয়ে যায়। সেখানে না আছে কোন সুরঙ্গ, না হয়েছে কোন বিস্ফোরণ। এই ঘটনাকে অলৌকিক বলে মনে করছেন স্থানীয়রা।

ভূবিজ্ঞানীরা যদিও একে সাধারণ ঘটনা বলেই অভিহিত করেছেন। তারা বলছেন, প্রবল বৃষ্টির সময় এই ধরনের সিঙ্কহোল‌ তৈরি হয়। সেগুলি দিয়ে জল ভূগর্ভে চলে যায়। প্রবল টানা বৃষ্টির কারণে যেখানে পুকুর কানায় কানায় ভরে উঠেছিল, সেখানে এক রাতের মধ্যে গোটা পুকুরটা শূন্য হয়ে গিয়েছে। রাতারাতি পুকুরটি শুকিয়ে যেতে দেখে স্থানীয়রা অবাক হয়েছেন। তাদের এলাকায় কোন অলৌকিক ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন। আবার অনেকেই আতঙ্কিত হয়েছেন।

স্থানীয়রা অনেকেই জানান, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। গ্রামের সরপঞ্চ এবং জনপ্রতিনিধিদের দ্রুত ভূতত্ত্ববিদদের একটি দল পাঠানোর দাবি জানিয়েছেন। এলাকার অনেকেই আতঙ্কে রয়েছেন। যেকোনো সময় ধস নামতে পারে বলে ভয় পাচ্ছেন তাঁরা। তবে ঘটনার ২৪ ঘন্টার বেশি কেটে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কেউই সেখানে পৌঁছয়নি।। এই নিয়ে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।