Languages

২১ জুলাই কোথায় কখন ট্র্যাফিকে বিধিনিষেধ? জানুন বিস্তারিত

কলকাতা: আগামিকাল অর্থাৎ সোমবার ২১ জুলাই কোন রাস্তায়, কত ক্ষণ কী কী ট্র্যাফিক বিধিনিষেধ থাকবে, একটি বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিয়েছে পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যাত্রিবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই রাস্তাগুলি হল

আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী যান চলাচল করা হবে)

বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবকানন্দ রোড পর্যন্ত যান নিয়ন্ত্রণ)

কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী যান নিয়ন্ত্রণ)

ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণে)

স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমুন্ট স্ট্রিট পর্যন্ত)

বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমে)

বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরে)

নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বে)

রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত)

তা ছাড়া, ২১ জুলাই ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। তবে এলপিজি গ্যাস সিলিন্ডারবোঝাই গাড়ি, মাছ, মাংস কিংবা অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে শহরে ঢোকা গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকছে না।

লালবাজারের তরফে এ-ও জানানো হয়েছে, ধর্মতলামুখী মিছিল যে রাস্তা ধরে যাবে, সেগুলিতে ট্রাম কিংবা অন্য কোনও যানবাহনকে রাস্তার ধারে দাঁড়াতে দেওয়া হবে না। প্রয়োজন বুঝলে পুলিশ সাময়িক ভাবে যানবাহনকে বিকল্প পথে ঘুরে যাওয়ার নির্দেশ দিতে পারে। বড় রাস্তা ধরে আসা গাড়িকে অপেক্ষাকৃত ছোট কোনও রাস্তায় ঘুরিয়ে দেওয়া হতে পারে। তবে এই সমস্ত ক্ষেত্রে পুলিশ পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।